জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ দক্ষিণপাড় (নতুন বাজার) এর এমএ কাদির মার্কেটের মাঠে শুক্রবার ( পহেলা জানুয়ারী) রাত ৯ টায় নাইট মিনিবার বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আকমল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সমাজ সেবক লন্ডন প্রবাসী সৈয়দ তুহেল মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার বজলু মিয়া, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক এম মোতাহীর আলী, সমাজ সেবক ইতালী প্রবাসী রুহেল আহমদ প্রমুখ।
রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহিন তালুকদারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা ওমর ফেরদৌস নোমানের পরিচালনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন রানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আজমল হোসেন মিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনজুরুল ইসলাম, সমাজ সেবক আব্দুল মতিন সহ আরো অনেকেই।
এ সময় কমিটির আব্দুল হামিদ, লেছু মিয়া, শামীম আহমদ, সুবেন মিয়া, আবু শাহাৎ জুম্মন, ডা: সুজাত মিয়া, জুয়েল মিয়া, লেফাস মিয়া, টিপু মিয়া, এখলাছ মিয়া, লিকন মিয়া, খালেদ মিয়া, জাকির মিয়া, আল আমিন, সাইফুর ইসলাম রিপন, গোলাপ মিয়া, জালাল মিয়া, ময়না মিয়া। খেলা পরিচালনা কমিটির রুবেল মিয়া, মুহিবুর মিয়া, চন্দন মিয়া, নাহিদ মিয়া, মোজ্জাম্মেল মিয়া, মতিন মিয়া, মাছুম মিয়া, সাঈদ মিয়া, রাব্বি তালুকদার, তোফায়েল আহমদ সহ শত শত ফুটবল প্রেমিক জনসাধারন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ আকমল হোসেন বলেন, খেলাধূলা মানুষের মধ্যে সম্প্রীতি ভাতৃত্ববোধ সৃষ্টি করে। যুব সমাজ খারাপ কাজ থেকে বিরত থাকে, খেলাধূলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার খেলাধূলায় বিশেষ অবদানের ফলে খেলাধূলার মাধ্যমে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে প্রশংসা অর্জন করেছে। যারা এই খেলার আয়োজন করেছেন তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিএনবাংলা/ এম