Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
১৭ হাজার শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস নেওয়া শিক্ষকদের সনদ ও সম্মাননা প্রদান অনুষ্টিত – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

১৭ হাজার শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস নেওয়া শিক্ষকদের সনদ ও সম্মাননা প্রদান অনুষ্টিত

তিমির বনিক,শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি:  শ্রীমংগলে “অনলাইন স্কুলে” ক্লাস নেওয়া শিক্ষকদের, অতিথি এবং বিদ্যালয় প্রধান শিক্ষকদের সম্মাননা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমংগল উপজেলা প্রশাসন এবং অনলাইন স্কুল এর আয়োজনে এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এবং চন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনিতা দেব এর সঞ্চালনায় শ্রীমংগল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমংগল সহকারী কমিশনার (ভুমি) মো. নেছার উদ্দিন, ডা. হরিপদ রায় সাবেক(স্বাস্থ সিলেট বিভাগ)উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান মহিলা, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমংগল থানার (ওসি) তদন্ত হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মনোরমা দেবী, শিক্ষক কামরুল হাসান, ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব প্রমূখ।
প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তাঁর বক্তব্যে বলেন, করোনা কালীন সময়ে শ্রীমংগল উপজেলায় ১৩০ জন শিক্ষকের অনলাইন ক্লাসের মাধ্যমে শ্রীমংগল উপজেলায় ১৭ হাজার শিক্ষার্থীকে অনলাইনে ক্লাসে অন্তভুক্ত করে ক্লাস নেওয়া হয়েছে। এছাড়াও বক্তব্য রাখেন ঊপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, শিক্ষক , মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি নোমান আহমদ সিদ্দিকী, শ্রীমংগল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী, এমসিএম এস এর চেয়ারম্যান শওকত হাসান খাঁন এলিম, ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব, শিক্ষক মোঃ আলআমিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক চক্রবর্তী, সাবেক শিক্ষক সমিতির সভাপতি অনুপ দত্ত, সাবেক মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমেদ সিদ্দিকী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ। এসময় অনলাইনে ক্লাস নেওয়া মাধ্যমিক এর ২৩০ জন শিক্ষক, প্রাথমিক এর ৪১ জন শিক্ষককে সনদ, এবং অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট এবং একই সাথে মাধ্যমিক এর ৩১ জন প্রধান শিক্ষক ও প্রাথমিক এর ২৮ জন শিক্ষককে সনদ দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই শ্রীমঙ্গল প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
সিএনবাংলা/ এম

Sharing is caring!

 

 

shares