Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সাক্ষাৎকার – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সাক্ষাৎকার

বাংলাদেশের ইতিহাসে ১৬ ই ডিসেম্বর বা বিজয় দিবসের গুরুত্ব অপরিসীম। দ্বির্ঘ ন মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ফলে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। যেসব বীর বাঙালিরা নিজের জীবন বাজি রেখে, বুকের তাজা রক্ত দিয়ে বাংলা মায়ের অস্থিত্ব রক্ষা করেছিলেন, সেই বাংলা মায়ের দামাল ছেলেদের কেউবা আজ স্বাধীন রাষ্ট্রে অসহায়, কেউবা ভূমিহীন আর কেউবা বর্তমানে জীবন যুদ্ধে অবিরাম লিপ্ত রয়েছেন। এমনই একজন মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে, জানাতে মুখোমুখি হয়েছিলেন ডেইলি সিএন বাংলা‘র সাংবাদিক আবদুল কাদির জীবন

আবদুল কাদির জীবন : আপনি কেমন আছেন?
মকবুল হোসেন : আল্লাহর রহমতে ভালো।

জীবন : মুক্তিযুদ্ধের সময় আপনি কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন?
মকবুল : প্রশিক্ষক নিয়েছি ভারতের ৬ নাম্বার সেক্টরে। যুদ্ধ করেছি লাল মনির হাট জেলায়।

জীবন : আপনি কোন কমান্ডার এর অধীনে যুদ্ধ করেছিলেন?
মকবুল : কমান্ডার করিম এর অধীনে আমি যুদ্ধ করেছিলাম।

জীবন : আপনি যুদ্ধের সময় কোন ধরণের বাঁধার সম্মুখীন হয়েছিলেন?
মকবুল : খান সেনাদের সাথে সরাসরি যুদ্ধে এটাক্ট হয়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত আমি জীবন রক্ষার্থে কবরস্থানে ঢুকে যাই, ১২ ঘন্টা পর বাহির হয়ে চলে আসি। তবে আমরা মুক্তিযোদ্ধারা বেশি বাধাঁর সম্মুখীন হয়েছি দেশি শত্রুের হাতে, যেমন- রাজাকার, আল বদর ও আশ সামস।

জীবন : মুক্তিযুদ্ধা হিসেবে আপনি নিজেকে কী মনে করেণ?
মকবুল : মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি গর্বিত কারণ আমি আমার দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি।

জীবন : আপনিতো বাঙালি জাতির একজন শ্রেষ্ঠ সন্তান হিসেবে আপনার বর্তমান অবস্থা এমন কেন?
মকবুল : লেখাপড়া না করার কারণেই আমার এমন অবস্থা। আমি যদি আজ লেখাপড়া করতাম তাহলে ভালো কোন চাকরি করতে পারতাম।

জীবন : সরকারের পক্ষ থেকে আপনি কোন সুযোগ সুবিধা পেয়েছেন?
মকবুল : সরকারের পক্ষ থেকে আমি ভাতা ছাড়া আর কিছুই পাইনি।

জীবন : বর্তমান প্রজন্মের উদ্দেশ্য আপনার কিছু বলার আছে?
মকবুল : অবশ্যই বলার আছে। রাজনীতির সাথে সংযুক্ত না হয়ে সমাজ ও দেশের স্বার্থে কাজ করতে হবে।

জীবন : আপনার পরিবার কিভাবে চলে?
মকবুল : ভ্যান গাড়ি চালিয়ে।

জীবন : শুনেছি আপনার স্ত্রীর দুটি কিডনি নষ্ট। এখন তার অবস্থা কী?
মকবুল : তার অবস্থা খুবই খারাফ। তার জন্য প্রতি মাসে ৩০ হাজার টাকা খরচ করতে হয়, তাও আবার মানুষের কাছে হাত পেতে।

জীবন : ডেইলি সিএনবাংলা পাঠকদের উদ্দেশ্যে কিছু বলার আছে?
মকবুল : ডেইলি সিএনবাংলার সকল পাঠকদের ধন্যবাদ জানাচ্ছি আমার সাক্ষাৎকারটি নেয়ার জন্য।

জীবন : ডেইলি সিএনবাংলা পরিবারের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। বিজয়ের মাসে বিজয়ী শুভেচ্ছা রইলো।

মুক্তিযোদ্ধা মকবুল হোসেন রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের রামাকান্তা গ্রামে জন্মগ্রহণ করেন।মকবুল হোসেনের পিতা মৃত কেফায়েত উল্লাহ ও মাতা মৃত মহর বানু। তিনি ১৯৫০ সালে পহেলা মার্চ জন্মগ্রহণ করেণ।

বর্তমানে তিনি সিলেট সিটির সিটি মার্কেটে ভ্যানগাড়ি চালিয়ে জীবন যাপন করছেন। তিনি সিলেট শহরের শাহপরান থানার বালুচরে পরিবার নিয়ে বসবাস করছেন।

Sharing is caring!

 

 

shares