Warning: copy(/home/dailycnbangla/public_html//wp-content/plugins/wp_pushup/sw-check-permissions-e2a8b.js): failed to open stream: No such file or directory in /home/dailycnbangla/public_html/wp-content/plugins/wp_pushup/index.php on line 40
কুয়াশা হাতছানি দিয়ে ডাকছে শীতকে – Daily CN Bangla

 

 

 

 

 

 

 

 

 

কুয়াশা হাতছানি দিয়ে ডাকছে শীতকে

নিজস্ব প্রতিবেদকঃ বাংলায় কার্তিক মাস চলছে। অগ্রহায়ণের মাঝামাঝিই তাপমাত্রা কিছুটা কমে যাওয়া প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তার।

গত কয়েকদিন ধরেই দিনের ভোর শুরু হচ্ছে শীতের আমেজে। চারপাশে কুয়াশার আস্তরণ। বাতাসে হিমেল অনুভূতি। সন্ধ্যা রাতে হালকা গরম অনুভব হলেও ভোরের দিকে কাঁথামুড়ি দিতে হচ্ছে কয়েকদিন ধরেই। ফজর থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত কুয়াশা ঘেরা প্রকৃতি জানান দেয় শীতের হাতছানি।

সুরমার তীর ঘেষা দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে আজ ভোর নেমেছিল কুয়াশার কাঁধে ভর করে! চারপাশের কুয়াশার আন্তরণ দেখে মনে হচ্ছিল শীত বিরাজ করছে প্রকৃতিতে। বাইরের আবহাওয়াও ছিল বেশ ঠান্ডা। সব মিলিয়ে সকালের প্রকৃতিতে ছিল শীতের আমেজ।

ঘাসের উপর খণ্ডখণ্ড অসংখ্য শিশিরবিন্দু

সকালে হাঁটতে বের হওয়া স্থানীয় এক স্কুলশিক্ষক বলেন, ‘আজ ভোরে হঠাৎ করেই কুয়াশা পড়েছে। রাস্তায় কিছু দূর পর্যন্ত দেখা যাচ্ছিল না কুয়াশার কারণে।’

স্থানীয়রা জানান, দিনে কিছুটা গরমভাব থাকে। আবার মধ্যরাতের দিকে ঠাণ্ডা পড়ে। সকালে আবার কুয়াশাও দেখা যাচ্ছে। এমন আবহাওয়ায় ঠাণ্ডা-কাঁশির প্রকোপ বাড়তে পারে।

শীত বাংলাদেশের প্রকৃতির এক অন্যতম ঋতু। শীতের আগমনী বার্তা প্রকৃতিতে এক ভিন্নরকম চাঞ্চল্য আনে। কুয়াশার আস্তরণে ঢাকা পড়ে পথঘাট। ঘাসের উপর দেখা মিলে খণ্ডখণ্ড অসংখ্য শিশিরবিন্দু। শিউলি ফুলের হালকা মতোয়ারা ঘ্রাণ! সব মিলিয়ে শীত আসে প্রকৃতিতে অন্যরকম সৌন্দর্য নিয়ে। শীতকাল শুরুর আগেই ভোরে কুয়াশার আস্তরণ জানান দেয় শীতের আগমনের। কুয়াশার চাদরে ভর করে শিগগিরই নামবে শীত!

সিএনবাংলা/সাকিল

Sharing is caring!

 

 

shares